সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


বাকৃবিতে হল ছাড়েনি ছাত্ররা, ছয় দফা দাবি পেশ


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০২

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৯

ছবি ‍সংগৃহিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ প্রত্যাখান করেছেন বেশিরভাগ ছাত্র। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নারী শিক্ষার্থীদের একাংশ হল ছাড়লেও বেশিরভাগ ছাত্রই হল ছাড়েননি। বরং বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের নোটিশ প্রত্যাহার এবং বহিরাগতদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এসময় তারা শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় প্রেস ব্রিফিং করেন। এসময় তারা ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- অবৈধভাবে হল ভেকেন্টের নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে, হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে, প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর শিক্ষকদের মদদে বহিরাগত দিয়ে হামলার দায়ে প্রক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে, বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, হামলার সঙ্গে জড়িত শিক্ষকদের ও বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং গত ১ মাস ধরে চলমান যে একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছি, সেই একক ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে। তিনটি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পশুপালন অনুষদের শিক্ষার্থী এহসানুল হক হিমেল জানান, গতকাল ময়মনসিংহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে বহিরাগতরা আমাদের ওপর হামলা চালিয়েছিল। এরপর শিক্ষকরা আমাদের সঙ্গে আলোচনা না করে হল ত্যাগের নির্দেশ দিচ্ছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে প্রশাসন যে রকম আচরণ করেছে, ঠিক সেই রকম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে আচরণ করছে। এখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বহিরাগতদের দ্বারা আমা‌দের মারধর ও ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা এখন নিরাপদ নই, প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছি।

পশু পালন অনুষদের শিক্ষার্থী ফারিছা হক বলেন,আমাদের নিরাপত্তার কথা বিবেচনা না করেই প্রশাসন হল বন্ধের ঘোষণা দিয়েছে। আমরা পিছিয়ে যাওয়ার জন্য আসিনি, আমরা পালিয়ে যাওয়ার জন্য আসিনি। আমাদের ওপর যে হামলা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ৬ দফা দাবি দেওয়া হয়েছে সে দাবিগুলো মেনে নেওয়া হোক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমরা আড়াই শতাধিক শিক্ষক আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছি। শতভাগ দাবি মেনে নেওয়ার পরেও কেন তারা শিক্ষকদের অবরুদ্ধ করলো, সেটি আমার প্রশ্ন। আট ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শিক্ষকেরা প্যানিকড ও ট্রমায় পড়ে যান। পরে কিছু শিক্ষক, কর্মকর্তা, নিরাপত্তারক্ষীরা গেইট ভেঙে শিক্ষকদের বের করতে সাহায্য করেন।

বহিরাগতদের হামলার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যে দাবি করছে- শিক্ষকেরা বহিরাগত দিয়ে তাদের ওপর হামলা করা হয়েছে, এটি সম্পূর্ণ ভুল কথা। আমরা বাইরের কাউকে বলিনি ক্যাম্পাসে আসতে, আমরা কেন বলব? ছাত্রছাত্রীরা তো আমাদের ছেলে-মেয়ের মতো। তাদের জন্যই জরুরি একাডেমিক কাউন্সিলের সভা ডেকে বিষয়টি সমাধানের ব্যবস্থা করা হয়েছে।

ক্যাম্পাস ও হল বন্ধের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। তাই বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করে স্থানীয় প্রশাসনের কাছে আইনশৃঙ্খলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং হলে অবস্থানরত শিক্ষার্থীদের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। আর বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতির বিষয়ে আমি অবশ্যই কমিটি করব।

উপাচার্যের ক্ষমা চাওয়ার দাবির বিষয়ে তিনি বলেন, আমি কেন ক্ষমা চাইব? আমি তো কোনো অন্যায় করিনি। শিক্ষার্থীদের শতভাগ দাবি মেনে নেওয়া হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top