রাকসু কার্যালয়ে ছাত্রদলের দেওয়া তালা ভেঙে ভেতরে ঢুকলেন শিক্ষার্থীরা
প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১৩:৪৮
আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কার্যালয় তালা দেয় রাবি শাখা ছাত্রদল।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।
এ সময় দেখা যায়, একপাশে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা অন্যদিকে কার্যালয়ের গেটসহ অন্যপাশে অবস্থান নিয়ে আছেন সাধারণ শিক্ষার্থীরা। অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ‘আদু ভাই, আদু ভাই’, ‘শিক্ষা-সন্ত্রাস এক সঙ্গে চলে না’, ‘রাজাকার- স্বৈরাচার মিলে মিশে একাকার’ বলে স্লোগান দিতে থাকেন।
এদিকে ছাত্রদলের নেতাকর্মীদের বহিরাগতদের নিয়ে আন্দোলন করতে দেখা গেছে।
এর আগে ধাক্কাধাক্কিতে সাবেক সমন্বয়কসহ তিনজন শিক্ষার্থী আহত হন। অন্যদিকে সকাল ৯টায় কার্যালয়ে অবস্থান নেন রাবি ছাত্রদলের শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে রাকসু কার্যক্রম বন্ধ করে দিয়ে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে রাবি ছাত্রদলের নেতাকর্মীরা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: