শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


বঙ্গবন্ধুর কর্মমুখী শিক্ষা দর্শন বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ : শিক্ষা উপমন্ত্রী


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২০ ১৬:০৭

আপডেট:
৩১ আগস্ট ২০২০ ১৯:৩১

ছবি-সংগৃহীত

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন দেখেছিলেন কর্মমুখী ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরির। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জাতির পিতার শিক্ষা দর্শন বাস্তবায়নে সরকার দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর তাঁর শিক্ষা দর্শন বাস্তবায়ন প্রতিহিংসামূলকভাবে বাধাগ্রস্থ করেছে সামরিক ও স্বৈরশাসকেরা।

রোববার (৩০ আগস্ট) স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের বৃহত্তর চট্টগ্রাম শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসের অনলাইন আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে ( বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন বাস্তবায়নে আমাদের করণীয়) শীর্ষক প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-সচিব মোহাম্মদ বেলাল হোসেন। চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এ এ মুজিব রাহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি অতিথি হিসেবে যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমির হোসেন, স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের আহ্বায়ক প্রফেসর নাছির উদ্দিন, সদস্য সচিব জাফর আলী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠাবে মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, বঙ্গবন্ধু বাঙালির কাছে অগ্রগতির মডেল। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধকে তুলে ধরার লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কাজ করছে।

 


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top