এবার বদলে গেল পদ্মা ব্যাংকের নাম
 প্রকাশিত: 
                                                ৩ জানুয়ারী ২০২৪ ১০:৫২
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:২৮
                                                
                                        পদ্মা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
গত বছরের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে। এ আদেশের অংশ হিসেবেই ধাপে ধাপে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের নামের সঙ্গে পিএলসি যোগ করছে। এরই অংশ হিসেবে পদ্মা ব্যাংকের নাম পরিবর্তন করা হলো।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বলা হয়েছে, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১১ পৌষ ১৪৩০ মোতাবেক ২ জানুয়ারি ২০২৪ রোজ মঙ্গলবার হতে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় 'পদ্মা ব্যাংক লিমিটেড' এর নাম 'পদ্মা ব্যাংক পিএলসি.' (ইংরেজিতে 'Padma Bank PLC.') হিসেবে পরিবর্তন করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এতদ্বিষয়ে ২ জানুয়ারি জারিকৃত প্রজ্ঞাপন নং- বিআরপিডি (এলএস-১)/৭৪৫(৬৫)/২০২৪-৪৬ এর অনুলিপি আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতসঙ্গে সংযুক্ত করা হলো।



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: