নীলফামারী থেকে আটক জঙ্গিরা শক্তিশালী বোমা তৈরি করতেন: র্যাব
 প্রকাশিত: 
                                                ৫ ডিসেম্বর ২০২১ ০৫:১০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:১৩
                                                
 
                                        নীলফামারী সদরের মাঝাপাড়ার পুটিহারি এলাকার আস্তানা থেকে একটি বিস্ফোরণযোগ্য বোমাসহ আটক জঙ্গিরা শক্তিশালী বোমা তৈরি করতেন বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ওহিদুল ইসলাম, ওয়াহেদ আলী, আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম ও নুর আমীন নামের ৪ জনকে আটক করা হয়।
খন্দকার আল মঈন জানান, গোপন তথ্যেও ভিত্তিতে শনিবার ভোররাত থেকে শরিফের বাড়ি ঘিরে রাখে র্যাব সদস্যরা। তবে র্যাব পৌঁছার আগেই কৌশলে পালিয়ে যায় শরিফ। এসময় সেখান থেকে ৫ জনকে আটক করা হয়। এছাড়া শরিফুলের স্ত্রী মিনা ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে সেখান থেকে বিস্ফোরণযোগ্য শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এরপর ফাঁকা স্থানে বোমাটির বিস্ফোরণ ঘটান বিস্ফোরক দলের সদস্যরা।
তিনি আরও জানান, আটকরা সবাই জেএমবির সদস্য। এদের মধ্যে ওয়াহেদ বোমা তৈরির জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। আটকদের সবাইকে রংপুর র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে। পলাতক শরিফকে গ্রেপ্তারে অভিযান চলছে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: