সাভারে ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২১ ০৬:০৭
আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ০৯:০৪
সাভারের নবীনগর-সাভার মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৩ ডিসেম্বর) ৬২ কেজি গাঁজাসহ মো. রিয়াদ আহমেদ পাপ্পু ও মো. রনি মিয়া নামের দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে নবীনগর-সাভার মহাসড়কে অভিযান চালায় র্যাব। এ সময় ৬২ কেজি গাঁজা, ১ টি পিকআপ, নগদ ৬৪০ টাকা ও ২ টি মোবাইলসহ ২ জনকে আটক করা হয়।
র্যাব-৪-সিপিসি-২-এর কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আটককৃত দুই জন দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে সাভার, ধামরাইসহ ঢাকা জেলার আশেপাশের এলাকায় বিক্রি করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মূল্যবান মতামত দিন: