ভাসানচর থেকে পালাতে গিয়ে আটক ২৩ রোহিঙ্গা
 প্রকাশিত: 
                                                ২৮ নভেম্বর ২০২১ ০১:১৯
 আপডেট:
 ২৮ নভেম্বর ২০২১ ০৮:৫৩
                                                
 
                                        নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালাতে গিয়ে পাঁচ দালালসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আটক রোহিঙ্গা দালালরা হলো- আব্দুর শুক্কুর, রজু মল্ল্যাহ, শামসুল আলম, কেফায়েত উল্যা ও এনায়েত উল্যা।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভাসানচর আশ্রয়ণ ক্যাম্পের বিভিন্ন স্থানে এপিবিএন সিভিল দল ও কোস্টগার্ড। যৌথ অভিযান চালিয়ে ২৩ রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের মধ্যে দালালসহ ৯ পুরুষ, ৬ নারী ও ৮ শিশু রয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদের ভাসানচর থানায় সোপর্দ করা হয়।
কোস্টগার্ডের ভাসানচর ক্যাম্পের কমান্ডার খলিলুর রহমান জানান, আটক ৫ রোহিঙ্গা দালালকে ভাসানচর থানায় ও ১৮ রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষকে ক্যাম্পের প্রশাসন ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আটক দালালদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়েছে। আটক অন্য রোহিঙ্গাদের পুনরায় আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: