জেলের জালে ধরা পড়ল বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ
প্রকাশিত:
২১ নভেম্বর ২০২১ ০৮:০৯
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:০৭

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে বিকাশ হালদারের জালে ধরা পড়েছে ৭ কেজি ওজনের বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ।
শনিবার (২০ নভেম্বর) মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ফেরিঘাট এলাকায় আনেন ওই জেলে। পরে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহাজান শেখ ২ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় ঢাই মাছটি কিনে নেন। এসময় মাছটি এক নজর দেখার জন্য স্থানীয় মানুষ ভিড় জমান।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, এ বছর ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় এখন পদ্মা ও যমুনা নদীতে বড় মাছ ধরা পরছে। পদ্মা নদীর পানি কমে যাওয়ায় বড় মাছগুলো খাদ্যের সন্ধানে কিনারায় আসছে। এই সুযোগে জেলেরা মাছগুলো ধরে ফেলছে। এতে জেলেদের ভাগ্যের চাকা ঘুরছে।
আপনার মূল্যবান মতামত দিন: