‘হাফভাড়া’ নিয়ে বিরোধ, সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১২:১৩
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:০৪

‘হাফভাড়া’ নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের জেরে কর্মবিরতির ডাক দিয়েছেন সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাস-মালিক ও শ্রমিকরা। এতে এই সড়কে আন্তঃজেলাসহ সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জ থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
স্থানীয় সূত্র জানিয়েছে, সুনামগঞ্জ বাসস্টেশনসহ বিভিন্ন এলাকায় কর্মবিরতি পালনকারী শ্রমিকরা পিকেটিং করায় যাত্রীবাহী বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। সীমিত আকারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চললেও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।
এর আগে গতকাল রোববার সুবিপ্রবির কিছু শিক্ষার্থীর সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় বাস শ্রমিকদের। একপর্যায়ে শান্তিগঞ্জ এলাকায় শিক্ষার্থীরা একটি গাড়ি ভাঙচুর করে। এ সময় শ্রমিকদের মারধর করে ক্যাম্পাসে আটকে রাখা হয় বলেও অভিযোগ উঠে। এই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে রোববার বিকাল ৩টা থেকে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে পরিবহন মালিক ও শ্রমিকরা। পরে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর অবরোধ তুলে নেয়। অবরোধ প্রত্যাহার করলেও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ মালিক-শ্রমিকরা।
সুবিপ্রবির রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান রোববার বিকালে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী জয় ও আরিফসহ কয়েকজন শিক্ষার্থীর সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ যাওয়ার সময় অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই হেলপার একজন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, আজ দুপুরে পরিবহন মালিক-শ্রমিক ও প্রশাসনের বৈঠক হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে এর আগেও ঝগড়া-বিবাদ করেছেন। আমরা এসব বিষয়ের স্থায়ী সমাধান চাইব। এছাড়া পরিবহন শ্রমিকদের তিন দফা দাবির বিষয়টিও সমাধানের চেষ্টা করা হবে বৈঠকে।
পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, পরিবহন মালিক-শ্রমিক ও প্রশাসনের বৈঠকের পর কর্মবিরতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো যাবে।
প্রসঙ্গত, এর আগে গত ২৭ জানুয়ারি সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ক্যাম্পাসে যাওয়া এক শিক্ষার্থীর সঙ্গে ভাড়া আদায় নিয়ে যাত্রীবাহী বাসের চালকের কথা কাটাকাটি এবং পরে ওই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যাম্পাস। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সব ধরনের যান চলাচল।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: