রমেক হাসপাতালে আগুন
 প্রকাশিত: 
                                                ১৪ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৯
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০০:৩০
                                                
 
                                        রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আগুন লেগেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের নিচতলার আল্ট্রাসনোগ্রাম, এমআরআই ও ইসিজি কক্ষে এ ঘটনা ঘটে। আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের নিচতলার আল্ট্রাসনোগ্রাম, এমআরআই ও ইসিজি কক্ষে হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন কর্মচারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। এরপর আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য সেলিম মিয়া জানান, গেটের সামনে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ লোকজনকে ভয়ে ছোটাছুটি করতে দেখেন। পরে জানতে পারেন এমআরআই কক্ষে আগুন লেগেছে।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. শরিফুল ইসলাম জানান, আল্ট্রাসনোগ্রাম, এমআরআই ও ইসিজি ভবনটি অনেক পুরোনো। বৈদ্যুতিক ওয়্যারিং নষ্ট হওয়ারও উপক্রম হয়েছে। এ কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত বিষয়:
আগুন


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: