অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
 প্রকাশিত: 
                                                ২০ আগস্ট ২০২২ ২২:৩৯
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০০:৩০
                                                
 
                                        শেরপুরের শ্রীবরদী উপজেলায় আগুনে পুড়ে ইসমাইল (৫) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ভেলুয়া ইউনিয়নে বারারচর বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে বসত ও গোয়ালঘরসহ আসবাবপত্র পুড়ে গেছে।
ইসমাইলের বাবা আমিন হোসেন ঢাকায় রিকশা চালান। মায়ের সঙ্গে নানা ইসহাক হোসেনের বাড়িতে বসবাস করতো সে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন ঘরের জিনিসপত্র সরানোর সময় সবার অজান্তে ইসমাইল গোয়ালঘরে ঢুকে পড়ে। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার জানান, অগ্নিকাণ্ডে ইসমাইল নামে এক শিশু মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত বিষয়:
আগুন


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: