হাতিরঝিলে সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ
প্রকাশিত:
৮ জুন ২০২২ ১৫:৫০
আপডেট:
৪ জুলাই ২০২২ ২২:২১

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে একজনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আবদুল বারি। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রডিউসার ছিলেন।
বুধবার (০৮ জুন) ভোরে পুলিশ প্লাজার উল্টোদিকে বারির লাশ পাওয়া যায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আবদুল বারির দেহে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: