সংবাদ সম্মেলন
স্বপদে বহাল রাখার দাবি স্বতন্ত্র নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানদের
প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৪ ১২:৩৭
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২১:২৫
স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছেন বিগত নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত হওয়া উপজেলা চেয়ারম্যানরা। এ দাবিতে গতকাল রোববার দুপুরে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন-২০২৪ নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের নেতারা বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের আহ্বায়ক গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন। এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- গোমস্থাপুর উপজেলার চেয়ারম্যান মো. আশরাফ হোসেন (আলিম), বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এএসএম জাহাঙ্গীর হোসেন (মানিক), কক্সবাজার মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাম আবেদীন।
সংবাদ সম্মেলনে ইজাদুর রহমান মিলন বলেন- ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে নির্বাচিত হয়ে আমরা দায়িত্ব পালন করি। বিগত ১৪ই আগস্ট দেশের ৪৯৫টি উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করে দেয়। একই সঙ্গে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করা হয় ইউএনওদের। এটা খুব দুঃখজনক। তিনি বলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের নির্ধারিত দাপ্তরিক কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকেন।
ফলে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, রাষ্ট্র ও সরকার কর্তৃক নির্দেশিত সকল আদেশ বাস্তবায়নে দুর্ভোগ দেখা দিয়েছে। তৃণমূল জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গা হচ্ছে উপজেলা পরিষদ। আমরা গতবার সম্পূর্ণ দলীয় কাঠামোর বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে এ নির্বাচনে অংশগ্রহণ করি। এ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীক বা মনোগ্রাম কোনোটিই ছিলো না।
সম্পূর্ণ নিরপেক্ষ, নির্দলীয়ভাবে একটি নির্বাচন হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি জানান- দীর্ঘদিন প্রশাসক দিয়ে উপজেলা পরিষদে জনগণের সেবা চালিয়ে নেয়া সম্ভব নয়। জনগণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি বলেন- বিগত নির্বাচনে দলীয় প্রতীকে ইউনিয়ন নির্বাচনে নির্বাচিতরা দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপি’র প্রার্থী নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এতে আমাদের সঙ্গে বৈষম্য হচ্ছে বলে জানান তিনি। এ কারণে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণে জন্য সরকারের উপদেষ্টা পরিষদ সহ সকলের কাছে তিনি দাবি জানান।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: