কিশোরী অপহরণ মামলায় যাবজ্জীবনের আসামি ১৬ বছর পর গ্রেপ্তার
 প্রকাশিত: 
                                                ১৫ জানুয়ারী ২০২৪ ১৫:১০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৬:২৯
                                                
                                        কিশোরী অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মোজাফফর হোসেনকে (৩৭) দীর্ঘ ১৬ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৪ জানুয়ারি) রাতে তাকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
গ্রেপ্তার মোজাফফর হোসেন রংপুর পীরগাছার আবুল হোসেনের ছেলে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র শিহাব করিম জানান, ২০০৮ সালে মোজাফফর হোসেন ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে অপহরণ করে ঢাকায় নিয়ে আসে। ভুক্তভোগীর বাবা জানতে পারেন যে, তার মেয়েকে আসামি মোজাফফর হোসেন ও তার সহযোগীরা অপহরণ করেছে। পরবর্তী সময়ে বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে (সংশোধিত ২০০৩) একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭ ধারায় চার্জশিট প্রদান করেন। বিজ্ঞ আদালত বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানা প্রদানসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি মোজাফফর হোসেন দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-২ এর একটি দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ একটি দল গতরাতে (রোববার) গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: