শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৪ ১৮:১০

আপডেট:
৪ মে ২০২৪ ০২:৩৭

ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেছে অটোরিকশা চালকরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেওয়ার তারা সাত মসজিদ রোডে পুলিশ বক্সে হামলা করেছে। এ ঘটনায় পুলিশ সদস্য আহত হয়েছেন। আর ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সোহেল রানা বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দেয়। এতে চালকরা একত্রিত হয়ে অতর্কিতভাবে পুলিশের ট্রাফিক বক্সে হামলা করে। এ সময় ঘটনাস্থলের দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা শোনার পর ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমি উপস্থিত হয়েছি। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।


সম্পর্কিত বিষয়:

ধানমন্ডি পুলিশ সাত মসজিদ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top