শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank

পাসওয়ার্ড ছাড়াই ফেসবুকে প্রবেশ করার উপায়


প্রকাশিত:
৮ মে ২০২২ ২১:৫৯

আপডেট:
৮ মে ২০২২ ২২:০২

ফাইল ছবি

খুব শিগগির পাসওয়ার্ড নিয়ে ঝামেলার দিন শেষ হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম লগইন করতে লাগবে না কোনো পাসওয়ার্ড। শুধু এই দুটি অ্যাপ নয় আরও বেশ কয়েকটি অ্যাপের ক্ষেত্রেও এই সুবিধা চালু হতে চলেছে।

গত ৫ মে ছিল আন্তর্জাতিক পাসওয়ার্ড দিবস। ওইদিনই গুগল, অ্যাপল এবং মাইক্রোসফট-এর পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়। সেটি হচ্ছে পাসওয়ার্ডলেস সাইন ইন পদ্ধতি আনছে তারা।

প্রাথমিকভাবে সব বড় বড় প্ল্যাটফর্মে পাসওয়ার্ডলেস অথেনটিকেশন পদ্ধতি নিয়ে আসা হবে। পরবর্তীতে বাকি অ্যাপের সাইনইন এর ক্ষেত্রেও এই পদ্ধতি চালু করা হবে।

এটি অ্যান্ড্রয়েড, আইফোন, এমনকি ডেস্কটপের ক্রোম, এডজ, সাফারি ব্রাউজারের ক্ষেত্রে এবং ম্যাকওএসের ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে।

মূলত ব্যবহারকারীদের পাসওয়ার্ড মনে রাখতে বেশ সমস্যা হয়। সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যই এই ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়াও এই প্রযুক্তির মাধ্যমে আরও সুরক্ষিত থাকবে সোশ্যাল মিডিয়া প্রোফাইল। হ্যাকারদের ক্ষেত্রে আরও কঠিন হবে প্রোফাইল হ্যাকিং করা।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজ করবে এই ফিচারটি-

এক্ষেত্রে ব্যবহারকারীদের ফোনটিই হবে আসল অথন্টিকেশন ডিভাইস। হবে সেক্ষেত্রে তা ডিফাল্ট হবে না। ব্যবহারকারীরা চাইলেই এই সিস্টেম চালু হবে। এক্ষেত্রে ফোনের ডিভাইস লক হবে ম্যান্ডেটরি। অর্থাৎ প্যাটার্ন, পিন, ফিঙ্গার প্রিন্ট এবং ফেস অথন্টিকেশনই হবে প্রধান অথন্টিকেশন। ফলে সেই ফোন থেকে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগের অ্যাপগুলোতে ঢুকতে আলাদা করে পাসওয়ার্ড দিতে হবে না।

এই পুরো প্রযুক্তির নাম রাখা হয়েছে পাসকি (Passkey)। যা ইউনিক ক্রিপ্টোগ্রাফিক টোকেন সিস্টেমের মাধ্যমে তৈরি করা হয়েছে। পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিক (Public Key Cryptography)-র মাধ্যমেই পুরো কাজটি হবে বলে জানিয়েন বিভিন্ন সংস্থার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা।

এসএন/তাজা/২০২২

সূত্র: দ্য ভার্জ


সম্পর্কিত বিষয়:

ফিচার পাসওয়ার্ড ফেসবুক

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top