অর্ধেক মুখে আঁকা স্পাইডারম্যান, আনুশকাকে পাশে নিয়ে কী বার্তা কোহলির?
প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬ ১৩:০৪
আপডেট:
১ জানুয়ারী ২০২৬ ১৫:০৯
অভিনব উপায়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানালেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বর্ষবরণের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দুই তারকা। দু’জনের মুখেই রং দিয়ে আঁকা ছবি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে হাসিমুখে ছবি দিয়েছেন কোহলি। ভারতীয় সাবেক অধিনায়কের মুখের বাঁ দিকের অংশে স্পাইডারম্যানের মুখ আঁকা। আনুশকার মুখের বাঁ দিকে আঁকা প্রজাপতি। পোস্টে কোহলি লিখেছেন, ‘‘আমার জীবনের আলোকে সঙ্গে নিয়ে ২০২৬ সালে পা রাখছি।’’ জানিয়েছেন, খুশি মনে ২০২৬ সালকে স্বাগত জানাচ্ছেন।
প্রসঙ্গত, ২০২৫ সালটা কোহলির জন্য গুরুত্বপূর্ণ বছর ছিল। এবার প্রথমবারের মতো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ট্রফি জিতেছে। তার এবং আরসিবির ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। তার সব সিদ্ধান্তে পাশে ঢাল হয়ে থেকেছেন স্ত্রী আনুশকা শর্মা। যদিও এখন বেশ ভালো ফর্মে রয়েছেন বিরাট। সদ্যই তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে পরপর দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রথম ওয়ানডেতে ১২০ বলে ১৩৫ রাজ করেছেন। আর দ্বিতীয় তথা তার ৫৩ তম ওয়ান ডে সেঞ্চুরিটি ৯০ বলে করেছেন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮৪টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি।
কয়েক দিন আগেও দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফি খেলছিলেন কোহলি। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে খেলার মধ্যে থাকতেই ১৪ বছর পর দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলেন। একটি ম্যাচে শতরান করেন। আর একটি ম্যাচে করেন অর্ধশতরান। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: