কোপার ফাইনালের জন্য কলম্বিয়ায় সাধারণ ছুটি ঘোষণা
 প্রকাশিত: 
                                                ১৩ জুলাই ২০২৪ ১৪:০৫
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৪৭
                                                
 
                                        প্রায় দুই যুগ পর কোপা আমারিকার ফাইনাল খেলছে কলম্বিয়া। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই উপভোগ করতে দেশটির জনগণের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছেন সরকার প্রধান গুস্তাভো পেত্রো।
আগামী সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।
জাতিসংঘের শান্তি মিশনের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন পেত্রো। সেখানেই এক সংবাদ সম্মেলনে এই ছুটির ঘোষণা দেন তিনি। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতায় পড়বে বলে জানান তিনি।
আরও পড়ুন : এনজোর গোল ‘কেড়ে নিয়ে’ কী বলেছিলেন মেসি?
পেত্রো বলেন, 'কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা সোমবার, জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করব।'
'বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটিকে আমি উৎসাহ দিচ্ছি কর্মীদের নিয়ে একসঙ্গে কলম্বিয়ান ঐক্য উদযাপন করার জন্য। সরকারি এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এদিন তাদের কর্মীদের আনন্দ করার সুযোগ করে দেবে। এক হয়ে থাকা যে সম্ভব, চলুন সেটা বিশ্বাস করি।'-যোগ করেন তিনি।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: