শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


হারের দায় নিজের কাঁধে নিলেন বিজয়


প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৩

আপডেট:
৩ মে ২০২৪ ২৩:৫৫

ফাইল ছবি

মিরপুরের ধীরগতির উইকেটে আরও একটা লো স্কোরিং ম্যাচ দেখল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ছোট লক্ষ্যে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে গেছে খুলনা টাইগার্সের ব্যাটিং লাইনআপ। টাইগার্সদের ৬ ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় ৩৪ রানে হেরেছে খুলনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিজয় নিজের আউট নিয়ে বলেন, 'গত ম্যাচ ১-২ ওভারে বদলে গেছে। হার জিতের ফয়সালা ছাপিয়ে দারুণ একটা ম্যাচ হয়েছে, এটা বড় জিনিস। পয়েন্ট হারিয়েছি এটা সত্যি, তবে গেমটা দারুণ ছিল। আমাদের কাছ থেকে ওরা নিয়ে গেছে, ব্যাপারটা এরকম। আজ ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে পারিনি। আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা দরকার ছিল, বিশেষ করে আমার। যেটা আমি করিনি। এজন্য খারাপ লাগছে। আমি ইনিংস বড় করলে খেলার মোমেন্টাম বদলে যেত।'

বিজয় বলছেন তার আরও ভালো খেলা উচিত ছিল, 'প্রতি ম্যাচেই আমরা দারুণ একটা প্ল্যান করে আসি। মাঠে তো খেলোয়াড়দের খেলতে হয়, পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। যতই পরিকল্পনা করি বা বাইরে থেকে সাপোর্ট দিক, দায়িত্ব খেলোয়াড়দেরই নিতে হবে। অবশ্যই আরও দায়িত্বশীল হতে হবে। আমারও আরও ভালো খেলা উচিৎ। বাকি ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে। সবাই ভালো শেপে আছি। এই ম্যাচে ক্লিক করতে পারিনি। তবে সবার সামর্থ্য আছে ভালো করার। সবাই সব দিক থেকে সহযোগিতা করব এবং তারাও শতভাগ দিয়ে পরের ম্যাচে কামব্যাক করার চেষ্টা করবে।'

খুলনা দলের বিদেশি ক্রিকেটার নিয়ে বিজয় বলেন, 'এটা তো আমরা জানি যে এমন পরিস্থিতি আসবে। এভাবেই চেষ্টা করব। শুধু আমরাই না, প্রতিটা দল থেকেই যাচ্ছে। এই পরিস্থিতি সব দলের জন্যই হবে। সে অনুযায়ী প্রভাব তো পড়বেই। আমাদের দলে পাকিস্তানের ৩ জন আছেন যারা অনেক মানসম্পন্ন খেলোয়াড়। আশা করি যারা আসবে তারা ভালো খেলবে।'


সম্পর্কিত বিষয়:

মিরপুর বিপিএল বিজয়

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top