বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


রক্তাক্ত হয়ে মাঠ ছাড়লেন গুনাথিলাকা


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪ ১৪:১৮

আপডেট:
১৬ মে ২০২৪ ২১:৪১

সংগৃহীত ছবি

আল-আমিনের বলটা ঠিকঠাক বুঝে উঠতে পারেনি দুর্দান্ত ঢাকার লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা। ইনসাইড এজ হয়ে বল আঘাত করেছে হেলমেটে। পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছেন তিনি। তবে বোঝা গেল খেলার মত অবস্থায় নেই আর। গাল থেকে রক্ত ঝরছিল।

পরে অবশ্য ঢাকার ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। শেষ পর্যন্ত আর মাঠে থাকা হয়নি এই লঙ্কান ব্যাটারের। উঠে যেতে হয়েছে। ঢাকা চাইলে এবার নামবে কোনো কনকাশন সাবস্টিটিউট।

গুনাথিলাকার রিটায়ার্ড হার্ট হওয়ার পর অবশ্য ঢাকাও পথ হারিয়েছে। সাইফ হাসান ক্রিজে এসে থিতু হতে পারেননি। আল-আমিনের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন নাজিবউল্লাহ জাদরানকে। পরের ওভারেই ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আলোড়ন তোলা অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রসকে নিয়ে ক্রিজে আছেন গত ম্যাচে ফিফটি করা মোহাম্মদ নাইম শেখ।

পাওয়ারপ্লের ৬ ওভার শেষে ঢাকার সংগ্রহ ২৫ রানে দুই উইকেট।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিং করবে ঢাকা। একাদশে পরিবর্তন আনেনি চট্টগ্রাম। ঢাকায় যুক্ত হয়েছেন অ্যালেক্স রস। দানুশকা গুনাথিলাকা, উসমান কাদির এবং চতুরঙ্গ ডি সিলভা বাকি তিন বিদেশি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top