শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


এশিয়ান গেমসে পদকজয়ীদের আর্থিক পুরস্কার দিলো বিওএ


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩ ১৮:১৫

আপডেট:
৩ মে ২০২৪ ০৬:১৫

ছবি-সংগৃহীত

চীনের হ্যাংজু শহরে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ এবং মহিলা ক্রিকেট দল ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এশিয়ান গেমসে বাংলাদেশের প্রাপ্তি শুধু এই দুটো পদকই। পদকপ্রাপ্ত উভয় দলকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অর্থ পুরুস্কার নীতিমালা অনুযায়ী আজ পুরস্কার প্রদান করা হয়েছে

বিওএ'র এসএ গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ ও অলিম্পিক গেমসের জন্য ব্যক্তিগত ও দলীয় উভয় ক্ষেত্রে পদকের জন্য পৃথক পৃথক নীতিমালা রয়েছে। সেই নীতিমালার আলোকে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী দলের খেলোয়াড়রা এক লাখ করে আর্থিক পুরস্কার পেয়েছেন। তাই নারী ও পুরুষ উভয় দলের ক্রিকেটারদের ৩০ লাখ টাকা প্রদান করেছে বিওএ ৷

নীতিমালা অনুযায়ী খেলোয়াড়দের পাশাপাশি ২০ শতাংশ অর্থ কোচিং স্টাফ-কর্মকর্তারাও পাবেন। তাই ব্রোঞ্জ জয়ী নারী ও ক্রিকেট দলের কোচিং স্টাফ ও কর্মকর্তাদের জন্য ৬ লাখ টাকার চেক বিওএ বিসিবির কাছে হস্তান্তর করেছে।

আজ সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ব্রোন্জ পদক জয়ী দুই দলের খেলোয়াড়দের অর্থ পুরুষ্কারের চেক হস্তান্তর করেন। উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিওএ’র সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনসহ বিওএ ও বিসিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top