রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


বন্ধ থাকল মেলবোর্ন টেস্ট

আম্পায়ার লিফটে আটকা


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৩ ১১:৪৭

আপডেট:
৫ মে ২০২৪ ১৫:১১

ছবি-সংগৃহীত

বিচিত্র অনেক কারণে খেলা বন্ধ থাকার বহু নজির আছে। তবে আম্পায়ার লিফটে আটকে থাকার কারণে খেলা সাময়িক বন্ধ ছিল—এমন ঘটনা খুঁজে পাওয়া মুশকিলই। মেলবোর্ন টেস্টে আজ তেমন কিছুরই সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা মাঠে নামলেও থার্ড আম্পয়ার লিফটে আটকা পড়ায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা।

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৩১৮ রানে থামিয়ে দেওয়ার পর ব্যাটিংটা ভালো হয়নি পাকিস্তানেরও। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে আজ ২৬৪ রানে অলআউট হয়ে গেছে শান মাসুদের দল। ৫৪ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতির আগে স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই ২ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

বিরতি শেষে দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা মাঠে নামার পরই দেখা দেয় বিপত্তি। অনফিল্ড দুই আম্পায়ার মাঠে হাজির থাকলেও থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ কোথাও নেই!

পরে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ ম্যাচের লাইভ ধারা বিবরণীতে জানায়, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফটে আটকে পড়ায় খেলা শুরু হতে দেরি হচ্ছে। ইলিংওয়ার্থ সময়মতো তৃতীয় আম্পায়ারের কামরায় গিয়ে বসতে পারেননি। অগত্যা রিজার্ভ আম্পায়ার ফিলিপ গিলেসপিকে বাউন্ডারি লাইন থেকে দৌড়ে গিয়ে তৃতীয় আম্পায়ারের কামরায় বসতে হয়েছে। এরপর খেলা যথারীতি শুরু হয়। ততক্ষণে নির্ধারিত সময় থেকে বেশ কয়েক মিনিট দেরি হয়ে গেছে।

ইলিংওয়ার্থ কিছুক্ষণ পর অবশ্য লিফট থেকে বের হতে পেরেছেন। তৃতীয় আম্পায়ারের দায়িত্বেও ফিরে আসেন। ক্রিকেট ডট কম এইউয়ের ‘এক্স’ হ্যান্ডলে প্রকাশ করা ভিডিওতে ইলিংওয়ার্থকে নিজের চেয়ারে বসতে দেখা গেছে।


সম্পর্কিত বিষয়:

আম্পায়ার বিশ্ব ক্রিকেট

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top