ঢাকা টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৭
আপডেট:
৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৯
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে বাঁচা-মরার লড়াইয়ের সামনে নিউজিল্যান্ড। সিরিজের শেষ টেস্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ ও কিউইরা। ঢাকা টেস্টে জয়ের জন্য সফরকারীদের বাড়তি অনুশীলন করতে দেখা গিয়েছে। এদিকে আজ অনুশীলনের সময় চোট পেয়েছেন টাইগার স্পিনার নাঈম হাসান।
সিলেট টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ডানহাতি স্পিনার। ঢাকা টেস্টেও তাঁর দিকে তাকিয়ে থাকবে টাইগার ভক্তরা। প্রথম ইনিংসে ৭৩ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ২ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে হারাতে বড় অবদান রেখেছিলেন। তবে আজ মিরপুর থেকে দুঃসংবাদ ভেসে এসেছে লাল-সবুজদের জন্য।
ব্যাটিং অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছেন স্পিনার নাঈম হাসান। দিনের শুরুতে বোলিং করেছিলেন তিনি। এরপর পর ব্যাটিং করতে নেটে ঢুকেছিলেন । সেখানেই থ্রো ডাউন খেলার সময় বল তার আঙুলে আঘাত করে। নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ড্রেসিংরুমে চলে যান নাঈম।
তবে চোটের জন্য ঢাকা টেস্টে আগামীকাল নাঈমের খেলা নিয়ে কোন সংশয় আছে কিনা তা এখনো জানা যায় নি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: