শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


সেরা একাদশে ব্রাজিলের দুই, জায়গা পাননি কোনো আর্জেন্টাইন


প্রকাশিত:
১৩ জুন ২০২৩ ০২:২৩

আপডেট:
১৭ মে ২০২৪ ১২:১৪

ছবি সংগৃহিত

ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ইস্তানবুলে ফাইনালে ইন্টারকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে সিটি। টুর্নামেন্ট শেষে ইউরোপসেরা এই লিগের সেরা একাদশ প্রকাশ করেছে উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল।

উয়েফার মৌসুম সেরা এই একাদশে ব্রাজিলের দুই ফুটবলার জায়গা পেলেও সুযোগ হয়নি কোন আর্জেন্টাইনের। ক্লাবের হিসেবে এই একাদশে সিটির জয়জয়কার। ইংলিশ ক্লাবটির ৭ জন জায়গা করে নিয়েছেন আসরের সেরা একাদশে। বাকি চারজনের দুজন ইন্টার মিলানের, দুজন রিয়াল মাদ্রিদের।

সিটি থেকে দলে আছেন আর্লিং হল্যান্ড, বার্নাদো সিলভা, কেভিন ডি ব্রুইনা, রদ্রি, জন স্টোনস, রুবেন দিয়াস ও কাইল ওয়াকার। ইন্টার মিলান থেকে আছেন আলেহান্দ্রো বাস্তোনি ও ফেদেরিকো দিমারকো। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া রিয়াল মাদ্রিদ দল থেকে রয়েছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশ:

গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ) ১

ডিফেন্ডার: কাইল ওয়াকার (ম্যান সিটি), রুবেন দিয়াস (ম্যান সিটি), আলেহান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ফেদেরিকো দিমারকো (ইন্টার মিলান)

মিডফিল্ডার: জন স্টোনস (ম্যান সিটি), কেভিন ডি ব্রুইনা (ম্যান সিটি), রদ্রি (ম্যান সিটি)

ফরোয়ার্ড: বার্নাদো সিলভা (ম্যান সিটি), আর্লিং হল্যান্ড (ম্যান সিটি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top