শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


দেশে স্পোর্টস মেডিসিন ক্লিনিকের উদ্যোগ


প্রকাশিত:
১২ জুন ২০২৩ ১৭:২৯

আপডেট:
১৭ মে ২০২৪ ১১:২০

 ফাইল ছবি

খেলাধূলা আর এখন শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে চিকিৎসা, বিজ্ঞান-প্রযুক্তি, বিনিয়োগ অনেক বিষয় জড়িত। বিশেষ করে খেলার সঙ্গে ইনজুরির ওতপ্রোত সম্পর্ক রয়েছে। বাংলাদেশে ক্রীড়া সংক্রান্ত বিশেষ কোনো ক্লিনিক নেই।

বাংলাদেশ স্পোর্টস মেডিসিন এসোসিয়েশন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর যৌথ আয়োজনে অনতিবিলম্বে স্পোর্টস মেডিসিন ক্লিনিকের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল (রোববার) বাংলাদেশ স্পোর্টস মেডিসিন এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের পর এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বাংলাদেশ স্পোর্টস মেডিসিন এসোসিয়েশনের কার্যালয় রয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলায়। এই এসোসিয়েশনের সঙ্গে জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর তেমন সম্পৃক্ততা নেই। স্পোর্টস ক্লিনিক ছাড়াও ফেডারেশনগুলোর সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির উদ্যোগও গ্রহণ করেছে। সকল জাতীয় ক্রীড়া ফেডারেশনের অংশগ্রহণে স্পোর্টস মেডিসিন বিষয়ক সেমিনার/কর্মশালা আয়োজন, জাতীয় পর্যায়ের সকল ক্রীড়া প্রতিযোগিতায় মেডিসিন এসোসিয়েশনকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত এসেছে কালকের আলোচনায়।

দেশব্যাপী মৌলিক ধারণা সম্পন্ন স্পোর্টস মেডিসিন চিকিৎসক তৈরির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস মেডিসিন ইন্সটিটিউট স্থাপন ও স্বল্প মেয়াদি স্পোর্টস মেডিসিন ফেলোশিপ কোর্স প্রচলনের আলোচনাও হয়েছে। এন্টি ডোপিং কার্যক্রম এই এসোসিয়েশনের আওতায় আনার দাবিও জানানো হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে সভায় এসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম, মহাসচিব অধ্যাপক ডা. মোঃ আলী ইমরান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও এই এসোসিয়েশনের সদস্য।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top