ইবরাহিম (আ.)-এর আবেদনের প্রেক্ষিতে আল্লাহ যেভাবে মৃতকে জীবিত করেছিলেন
প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১৬:৪৭
আপডেট:
২৯ জুলাই ২০২৫ ১৬:৫৩

হজরত ইবরাহিম (আ.) আল্লাহ তায়ালার কাছে আবেদন করলেন, হে আল্লাহ! আপনি কীভাবে মৃতকে পুনরায় জীবিত করবেন, তা আমাকে দেখান। ইবরাহিত (আ.)-এর আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তায়ালা জিজ্ঞেস করলেন, এমন আকাঙ্খা ব্যক্ত করার কারণ কী? আমার সর্বময় ক্ষমতার প্রতি কি আপনার আস্থা নেই?
ইবরাহিম (আ.) নিজের আস্থা কথা জানিয়ে বিনয়ের সঙ্গে নিবেদন করলেন—
আপনার সর্বময় ক্ষমতার প্রতি আমার আস্থা, বিশ্বাস অবশ্যই আছে। আমি তো সবসময় আপনার সর্বময় ক্ষমতার নিদর্শন দেখছি। প্রত্যেক চিন্তাশীল ব্যক্তি প্রতি মুহুর্তেই তার নিজের সত্তা থেকে শুরু করে বিশ্ব জাহানের প্রতিটি অণু-পরমাণুতে আপনার নিদর্শনের প্রমাণ দেখতে পাচ্ছে।
কিন্তু মানব প্রকৃতির সাধারণ প্রবণতা হচ্ছে— অন্তরের বিশ্বাস যতই দৃঢ় হোক, চোখে না দেখা পর্যন্ত অন্তর পূর্ণ প্রশান্ত হতে চায় না। মনে প্রশ্ন জাগে— এটা কী করে হবে, না জানি এর প্রক্রিয়া কেমন?
আল্লাহ তায়ালা ইবরাহিম (আ.)-এর আবেদন কবুল করলেন এবং বিষয়টি প্রত্যক্ষ করাবার জন্য একটি অভিনব ব্যবস্থা গ্রহণ করলেন। আল্লাহ তায়ালা ইবরাহিম (আ.)-কে চারটি পাখি ধরে নিজের কাছে রেখে সেগুলোকে এমনভাবে লালন-পালন করার নির্দেশ দিলেন যেন, সম্পূর্ণরূপে পোষ মানে এবং ডাকামাত্রই হাতের কাছে চলে আসে।
পরে নির্দেশ দিলেন, পাখিগুলো জবাই করে এর হাড়-মাংস, পাখা ইত্যাদির সবগুলোকেই কিমায় পরিণত করুন, তারপর সেগুলোকে ভাল করে মিশিয়ে নিয়ে কয়েকটি ভাগে বিভক্ত করে নিজের পছন্দমত কয়েকটি পাহাড়ে এক-একটি ভাগ রেখে দিন। তারপর এদেরকে ডাকুন। তখন এগুলো আল্লাহর কুদরতে জীবিত হয়ে উড়ে আপনার কাছে চলে আসবে।
ইবরাহিম (আ.) তা-ই করলেন। সবশেষে যখন পাখিগুলোকে ডাকলেন, সঙ্গে সঙ্গে হাড়ের সাথে হাড়, পাখার সাথে পাখা, গোশতের সাথে গোশত, রক্তের সাথে রক্ত মিলে পাখিগুলো আগের রূপ ধারণ করল এবং তার কাছে উড়ে এসে উপস্থিত হল।
পবিত্র কোরআনে এই বিষয়টি বর্ণিত হয়েছে এভাবে—
وَ اِذۡ قَالَ اِبۡرٰهٖمُ رَبِّ اَرِنِیۡ كَیۡفَ تُحۡیِ الۡمَوۡتٰی ؕ قَالَ اَوَ لَمۡ تُؤۡمِنۡ ؕ قَالَ بَلٰی وَ لٰكِنۡ لِّیَطۡمَئِنَّ قَلۡبِیۡ ؕ قَالَ فَخُذۡ اَرۡبَعَۃً مِّنَ الطَّیۡرِ فَصُرۡهُنَّ اِلَیۡكَ ثُمَّ اجۡعَلۡ عَلٰی كُلِّ جَبَلٍ مِّنۡهُنَّ جُزۡءًا ثُمَّ ادۡعُهُنَّ یَاۡتِیۡنَكَ سَعۡیًا ؕ وَ اعۡلَمۡ اَنَّ اللّٰهَ عَزِیۡزٌ حَكِیۡمٌ
আর যখন ইবরাহিম বলল ‘হে, আমার রব, আমাকে দেখান, কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন। তিনি বললেন, তুমি কি বিশ্বাস করনি’? সে বলল, ‘অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয়’।
তিনি বললেন, ‘তাহলে তুমি চারটি পাখি নাও। তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও। এরপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে আস। তারপর সেগুলোকে ডাক, সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট। আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়’। (সুরা বাকারা, আয়াত : ২৬০)
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: