রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


নামাজে সূরা ফাতিহার কোনো আয়াত ছুটে গেলে করণীয়


প্রকাশিত:
৭ মে ২০২৪ ১৮:১৪

আপডেট:
১৯ মে ২০২৪ ২০:৩৫

ছবি- সংগৃহীত

ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং সুন্নত ও নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া অবশ্যক। হানাফি মাজহাব অনুসারে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। অন্য মাজহাবে তা পাঠ করা ফরজ।

কেউ যদি ফরজ নামাজের প্রথম দুই রাকাতে অথবা সুন্নত ও নফল নামাজের কোনও রাকাতে সূরা ফাতিহা পড়তে ভুলে যায়, তাহলে তাকে সিজদায়ে সাহু দিতে হবে।

তবে যদি কেউ ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরায়ে ফাতিহা ছেড়ে দেয় বা সূরা ফাতিহার জায়গায় অন্য সূরা পড়ে নেয় তাহলে তার নামাজ হয়ে যাবে। এক্ষেত্রে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না এবং পুনরায় নামাজ পড়তে হবে না।

আর ভুলক্রমে যদি সূরা ফাতিহার কোনো আয়াত পড়তে কেউ ভুলে যায় তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। কারণ, নামাজে পূর্ণ সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহার এক আয়াতও ভুলে ছুটে গেলে সাহু সিজদা ওয়াজিব হয়।

তাই কেউ ভুলে এমন কিছু করে ফেললে তার ওপর সাহু সিজদা ওয়াজিব হবে। সাহু সিজদা না দিলে নামাজ পুনরায় পড়ে নিতে হবে।

(আদ্দুররুল মুখতার ১/৪৫৮; আসসিআয়াহ ২/১২৬; আননাহরুল ফায়েক ১/৩২৩; হাশিয়াতুত তহতাবী আলালমারাকী ১৩৫; মিনহাতুল খালেক আলা হামিশিল বাহর ২/৯৪)



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top