সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ভারত-পাকিস্তান যুদ্ধে এবার স্থগিত বিশ্বকাপ


প্রকাশিত:
১২ মে ২০২৫ ১২:১৩

আপডেট:
১২ মে ২০২৫ ১৮:০৫

ছবি সংগৃহীত

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। তবুও সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক আসরে নিজেদের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে লাল-সবুজরা। বিশেষ করে নারী কাবাডিতে কাঙ্ক্ষিত সাফল্য না আসায় হতাশ সমর্থকেরা। তবে সেই হতাশা ঘোচানোর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ নারী কাবাডি দল। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার ধাক্কায় এবার স্থগিত হয়ে গেল নারী কাবাডি বিশ্বকাপ।

ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে আগামী ১ থেকে ১০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা। বাংলাদেশসহ মোট ১৩টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই বিশ্বকাপের জন্য সব প্রস্তুতি শেষ করেছিল আয়োজক ভারতীয় অ্যামেচার কাবাডি ফেডারেশন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনও পাঠিয়েছিল কন্টিনজেন্ট লিস্ট, ছিল ১৫ দিন আগে দল পাঠানোর পরিকল্পনা, যেন প্রস্তুতি ম্যাচ খেলে সেরা দল হিসেবে বিশ্বকাপে নামা যায়।

তবে পরিস্থিতির মোড় ঘুরে যায় গত শনিবার (১০ মে)। দক্ষিণ এশিয়ায় বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে আয়োজক কর্তৃপক্ষ হঠাৎ করেই বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত জানায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দল অনুশীলনে ছিল। আমাদের বিশ্বাস ছিল, এবার পদক জেতা সম্ভব হতে পারে। কিন্তু আয়োজন স্থগিত হওয়ায় হতাশ হতে হয়েছে সবাইকে।’

নেপালে সদ্য অনুষ্ঠিত টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে হারলেও দলটির পারফরম্যান্সে উন্নতির ইঙ্গিত দেখছেন কর্মকর্তারা। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বিশ্বকাপ নিয়ে এতটা আশাবাদী হওয়ার কারণ। এমন প্রশ্নে এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে নেপালের সিরিজ কাজে দিয়েছে। এখন সেগুলো কাটিয়ে ওঠার প্রচেষ্টা চলছে। মেয়েরা দ্রুত উন্নতি করছে।’

এই আসরে অংশ নেওয়ার কথা ছিল ইরান, জাপান, পোল্যান্ড, উগান্ডা, কেনিয়া, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, নেপাল, জার্মানি, আর্জেন্টিনা এবং স্বাগতিক ভারতের। এই প্রতিযোগিতাটি শুধু বাংলাদেশের জন্যই নয়, বিশ্ব কাবাডি সম্প্রদায়ের জন্যও গুরুত্বপূর্ণ ছিল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top