বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


‘যুদ্ধ বন্ধের প্রেরণা হতে পারে ফুটবল বিশ্বকাপ’


প্রকাশিত:
৮ মে ২০২৫ ১৫:১৭

আপডেট:
৮ মে ২০২৫ ২১:২১

ছবি সংগৃহীত

পরপর দুই বছর বিশ্ব ফুটবলের বড় দুই আসরের আয়োজক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমেই চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের মাঠে বসবে ক্লাব বিশ্বকাপের আসর। এরপরেই আগামী বছর ফিফা বিশ্বকাপ। অবশ্য ক্লাব বিশ্বকাপে এককভাবে আয়োজক হলেও বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্র সঙ্গী হিসেবে পাচ্ছে কানাডা এবং মেক্সিকোকে।

আসন্ন এই বিশ্বকাপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রথমবার বৈঠকে বসেন ফিফা প্রেসিডেন্ট জিওভান্নি ইনফান্তিনো। এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ রাশিয়ার জন্য ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি ‘প্রেরণা’ হতে পারে।

ফিফা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ,তিনি জানতেন না নিষেধাজ্ঞার কারণে রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে পারবে না। তবে তিনি ইঙ্গিত দেন, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের অবসান হলে রাশিয়াকে পুনরায় বিশ্বকাপে অংশগ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করা হতে পারে। এসময় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে উদ্দেশ্য করেন ট্রাম্প বলেন, ‘আমি এটা জানতাম না, বিষয়টা কি সত্যি? আপনি কি এটা ব্যাখ্যা করতে চান?’

পরবর্তীতে ফিফা প্রেসিডেন্ট জানান, ‘হ্যাঁ ঠিকই বলেছেন। তাদের আপাতত খেলার অনুমতি নেই, তবে আমরা আশা করি কিছু একটা ঘটবে এবং শান্তি ফিরে আসবে, যাতে করে রাশিয়াকে আবার অন্তর্ভুক্ত করা যায়।’

জিওভানি ইনফান্তিনোর এমন ব্যাখ্যার পর ট্রাম্প তার প্রতিক্রিয়ায় বলেন, এমন সিদ্ধান্ত রাশিয়ার যুদ্ধ বন্ধের প্রেরণা হতে পারে, ‘এটা সম্ভব। এটা তো ভালো প্রেরণা হতে পারে, তাই না? আমরা তাদের থামাতে চাই। আমরা চাই তারা থেমে যাক। প্রতি সপ্তাহে ৫ হাজার মানুষ নিহত হচ্ছে — এটা বিশ্বাস করাই কঠিন। আমরা এই যুদ্ধ বন্ধ করব।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। ৩ স্বাগতিকের বাইরে আরও ৪৫ দল নিজেদের জায়গা নিশ্চিত করতে বাছাইপর্বে অংশ নিচ্ছে। তবে সেই তালিকায় নেই রাশিয়া। ২০২২ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকেই রাশিয়া আর ফিফার কোনো অফিসিয়াল ম্যাচে অংশ নেয়নি। তবে এসময় তারা ১৬টি প্রীতি ম্যাচ খেলেছে, যার ১১টিতেই এসেছে জয়।

এসময় মেক্সিকো এবং কানাডার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি এখানে উদ্বেগের কিছু দেখি না। দুই দেশের সঙ্গেই আমরা খুব ভালোভাবে আয়োজন করতে পারি। তাদেরকে কেবল আরও কিছু অর্থ প্রদান করতে হবে। তারা এমন জিনিস পেয়ে যাচ্ছে, যা তাদের পাওয়া উচিত না। আর সেটা তারা বুঝতেও পারছে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top