বিকেলে রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত লাশ উত্তোলন শুরু
প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১৩:৫১
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৭:৪৬

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত জুলাই আগস্টে নিহত অজ্ঞাতনামা লাশগুলোর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে লাশ উত্তোলন কার্যক্রম শুরু হবে আজ বিকেল ৩টায়।
সোমবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা।
তিনি বলেন, রায়েরবাজার গণকবরে জুলাই ও আগস্ট মাসে যেসব অজ্ঞাতনামা লাশ দাফন করা হয়েছিল, সেগুলো আদালতের অনুমতি সাপেক্ষে উত্তোলন করা হচ্ছে। প্রতিটি লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা যায়।
মো. জুয়েল রানা বলেন, আজ বিকেল ৩টায় এই কার্যক্রম শুরু হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিআইডির ফরেনসিক টিমের নেতৃত্বে এবং সোহরাওয়ার্দী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞ দল এই কার্যক্রম পরিচালিত করবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: