সোমবার, ৫ই জানুয়ারী ২০২৬, ২২শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


যে সুরায় মানুষ ও শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয়ের শিক্ষা দিয়েছেন আল্লাহ


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬ ১৩:২৯

আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ১১:৩৪

ছবি : সংগৃহীত

মুসলিম তরুণদের জীবনে নানামুখী চ্যালেঞ্জ বাড়ছে দিন দিন। পারিবারিক চাপ, সামাজিক বাস্তবতার সঙ্গে যুক্ত হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। এসব বাস্তবতায় সুরা আন-নাস কীভাবে আশ্রয় ও মানসিক শক্তি জোগায় তা তুলে ধরা হলো—

বর্তমান সময়ে পারিবারিক ও সামাজিক চাপ একাকিত্ব ও হতাশা বাড়িয়ে তোলে। এর সঙ্গে যুক্ত হয় শয়তানের কুমন্ত্রণা, যা ঈমানকে দুর্বল করে দিতে পারে।

এমন পরিস্থিতিতে কোরআনের শিক্ষাই হয়ে ওঠতে পারে সবচেয়ে বড় আশ্রয়। সুরা নাস কোরআনের একটি ছোট সুরা হলেও তা মানবজীবনের গভীর বাস্তবতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এই সুরাটি দুর্বল ও ঝুঁকিতে থাকা মানুষকে মানসিক ও আত্মিক নিরাপত্তা দেয়।

হাদিস থেকে জানা যায়, সুরা নাস মক্কায় অবতীর্ণ, এতে ছয়টি আয়াত রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একে সুরা আল-ফালাকের সঙ্গে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি নিয়মিতভাবে জিন, বদনজর ও অদৃশ্য অনিষ্ট থেকে রক্ষার জন্য এই দুই সুরা পাঠ করতেন। অসুস্থতার সময়ও তিনি এগুলো পড়ে নিজের ওপর ফুঁ দিতেন বলে হাদিসের বর্ণনা থেকে জানা যায়।

সুরা নাসের মূলত আল্লাহকে মানুষের রব, মানুষের বাদশাহ এবং মানুষের একমাত্র উপাস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এরপর গোপনে কুমন্ত্রণা দেওয়া শয়তান কিংবা ক্ষতিকর মানব সঙ্গীর অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে।

এই সুরায় আল্লাহর তিনটি গুরুত্বপূর্ণ গুণের কথা বলা হয়েছে। প্রথমত, রব হিসেবে তিনি সৃষ্টিকর্তা ও প্রতিপালক। দ্বিতীয়ত, বাদশাহ হিসেবে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তৃতীয়ত, উপাস্য হিসেবে শুধু তিনিই ইবাদতের যোগ্য। এসব গুণের মাধ্যমে মানুষকে বোঝানো হয়েছে, সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা দেওয়ার ক্ষেত্রে একমাত্র ভরসাস্থল আল্লাহ তায়ালা।

তাফসিরকারদের মতে, শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় তবে আল্লাহকে স্মরণ করা হলে সে সরে যায়। মানুষ যখন গাফেল হয়ে পড়ে, তখন এই কুমন্ত্রণার প্রভাব বাড়ে। এ কারণেই সর্বদা সচেতন থাকা এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সুরা নাসে মানব সমাজের ক্ষতিকর সঙ্গীদের দিকেও ইঙ্গিত করা হয়েছে। যারা মিথ্যা কথা ছড়ায়, গিবত করে, অন্যায় কামনাকে সুন্দর করে উপস্থাপন করে, সুদ, ব্যভিচার, জুয়া ও মদ্যপানে মানুষকে উৎসাহিত করে। তারা সবাই মানব শয়তানের অন্তর্ভুক্ত।

মানুষ একা এসব কুমন্ত্রণার মোকাবিলা করতে সক্ষম নয়। তাই সব অবস্থায় আল্লাহর ওপর ভরসা করা এবং তার কাছে আশ্রয় চাওয়া জরুরি। সুরা আন-নাস সেই আশ্রয়ের ভাষা ও পথনির্দেশনা শিক্ষা দেয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top