মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


আয়নায় চেহারা দেখার সময় রাসুল (সা.) যে দোয়া পড়তেন


প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১৮:৩০

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০৩:০৫

ছবি সংগৃহীত

মানুষের সৌন্দর্য ও ব্যক্তিত্ব আল্লাহতায়ালা বিশেষ নেয়ামত। নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখার সময়ও ইসলাম আমাদের শিখিয়েছে কৃতজ্ঞতা প্রকাশ ও উত্তম চরিত্রের জন্য প্রার্থনা করতে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) আয়না দেখার সময় একটি বিশেষ দোয়া পাঠ করতেন।

দোয়াটি হলো:

اللهم أنت حسّنت خلقي فحسن خُلقي

উচ্চারণ: আল্লাহুম্মা আনতা হাসসানতা খালক্বি, ফাহাসসিন খুলুক্বি।

অর্থ: হে আল্লাহ, আপনি আমার চেহারাকে সুন্দর করেছেন, অতএব আমার চরিত্রও সুন্দর করে দিন।

এই দোয়া শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা নয়, বরং আভ্যন্তরীণ চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কেননা, একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার উত্তম চরিত্রে নিহিত।

হাদিসটি মুসনাদে আহমদ (হাদিস নম্বর: ২৪৩৯২) ও আবু ইয়ালার সংকলনে (হাদিস নম্বর: ৫০৭৫) বর্ণিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, ছোটবেলা থেকেই এই দোয়া শিশুদের মুখস্থ করানো উচিত। এতে তারা শিখবে, শুধু বাহ্যিক রূপ নয়, বরং উত্তম চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top