যে কারণে পদত্যাগ করলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না
প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১৬:২৫
আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ২০:৪৪

আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর হাসানুল বান্না। চিফ প্রসিকিউটর বরাবর তিনি অব্যাহতির আবেদনও করেছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) আরেক প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর হাসানুল বান্না চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। চিফ প্রসিকিউটর তার সে আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
পদত্যাগের কারণ হিসেবে তামীম জানান, ‘হাসানুল বান্না দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত। নিয়োগের পর মাত্র কয়েকদিন অফিস করার পরই তার শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন।’
ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান আইনজীবী হাসানুল বান্না।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: