সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৪ই পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


খালেদা জিয়ার আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতা


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৫ ২১:৪০

আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ০০:২৫

ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দিনাজপুর-৩ (সদর) আসনে মনোনয়ন নিয়েছেন বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরই আলম সিদ্দিকীর কাছে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

জানা গেছে, দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ঘোষণা করা হয়েছে। তার পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ ও নেতাকর্মীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সেই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

সৈয়দ জাহাঙ্গীর আলম ইতিপূর্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি প্রথমবারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং পরবর্তীতে আরও দুইবার পুনর্নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনীত প্রার্থী হলেও মেয়র পদে থাকার কারণে আদালতের আদেশে তার প্রার্থিতা বাতিল হয়।

বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমি আজ অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করেছি। সকলের দোয়া ও সহযোগিতা চাই।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরই আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, দিনাজপুর-৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়ে জয় পেয়েছিলেন খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top