ক্যানসার-হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় পেয়ারা পাতা, খাবেন কীভাবে?
প্রকাশিত:
১২ আগস্ট ২০২৫ ১২:৫১
আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১৬:০০

দিন যত যাচ্ছে নানা ধরনের রোগ বাসা বাঁধছে শরীরে। একসময় যা বৃদ্ধদের স্বাস্থ্য সমস্যা হিসেবে পরিচিত ছিল তা এখন কাবু করছে কিশোর-তরুণদেরও। তাই সচেতন হওয়ার সময় এসেছে। নানা রোগের প্রতিষেধক লুকিয়ে আছে প্রকৃতিতেই। আমাদের আশেপাশে থাকা বিভিন্ন উপাদান স্বাস্থ্য ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখে। এমনই একটি উপাদান পেয়ারা পাতা। হার্ট অ্যাটাক থেকে শুরু করে ক্যানসার— অসংখ্য রোগের ঝুঁকি কমায় এটি।
পেয়ারা পাতার উপকারিতা
নানা গুণে পরিপূর্ণ পেয়ারা পারা। এটি অ্যান্টি-অক্সিড্যান্ট, প্রদাহবিরোধী উপাদান, অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য এবং কোয়ারসেটিনের মতো ফ্ল্যাভোনয়েডসে পরিপূর্ণ। ‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এর এক গবেষণা অনুযায়ী, পেয়ারা পাতায় রয়েছে অসংখ্য বায়ো-অ্যাক্টিভ রাসায়নিক যৌগ যা মানবদেহের শারীরবৃত্তীয় এবং বিপাকীয় কার্যকলাপকে উন্নত এবং স্থিতিশীল করে।
এতে ফ্ল্যাভোনয়েড, ট্রাইটারপেনয়েড, সেসকুইটারপেন, গ্লাইকোসাইড, অ্যালকালয়েড, স্যাপোনিন এবং অন্যান্য ফেনোলিক যৌগ রয়েছে। এসব যৌগ ডায়াবেটিস, ক্যানসার, অন্ত্রের রোগ এবং কার্ডিওভাসকুলার রোগের মতো সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, যা ত্বক ও চোখের স্বাস্থ্যের উন্নতির জন্যও কার্যকরী।
কীভাবে পেয়ারা পাতা খাবেন?
সবচেয়ে বেশি উপকার মিলবে যদি পেয়ারা পাতা চিবিয়ে খাওয়া যাওয়। তবে অনেকে এভাবে পেয়ারা পাতা খাওয়ার কথা শুনলে নাক সিঁটকাবেন। সেক্ষেত্রে খেতে পারেন পেয়ারা পাতার চা। এতে খেতে ভালো লাগবে, শরীরেও পৌঁছাবে গুনাগুণ। কীভাবে পেয়ারা পাতার চা বানাবেন জানুন তার রেসিপি-
৪-৫টি পেয়ারা পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিন। পাতায় যেন ধুলাবালি না থাকে। একটি পাতিলে দুই কাপ পানি ফুটতে দিন। পানি ফুটলে পাতাগুলো এতে দিয়ে দিন। কমিয়ে দিন আগুনের আঁচ। এভাবেই ১০-১২ মিনিট রাখুন।
আগুন নিভিয়ে মিনিট পাঁচেক ঢাকনা দিয়ে রেখে দিন। এরপর চায়ের মতো কাপে ছেঁকে খেতে পারেন। স্বাদ বাড়াতে সঙ্গে মেশাতে পারেন মধু ও লেবু। নিয়মিত পেয়ারা পাতার এই চা সেবনে অনেক শারীরিক জটিলতা থেকে দূরে থাকতে পারবেন আপনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: