বৃহঃস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


আবুল বারকাতের জামিন নামঞ্জুর, সিএমএম আদালতে রিমান্ড শুনানি


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫ ১৪:৩১

আপডেট:
২৪ জুলাই ২০২৫ ০৫:২০

ছবি সংগৃহীত

২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে মামলার রিমান্ড শুনানির জন্য তা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

সকাল ১০টা ৪০ মিনিটে ড. আবুল বারকাতকে আদালতে হাজির করে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। পরে ১১টা ৭ মিনিটে তাকে আদালতে তোলা হলে কাঠগড়ায় একটি বেঞ্চে বসে থাকেন তিনি। এসময় তাকে বেশ চিন্তিত দেখা যায়।

আবুল বারকাতের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহিনুর ইসলাম। তিনি বলেন, ২০১৩ সালে এননটেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সুপ্রভা স্পিনিং মিলস ঋণের আবেদন করে। সেটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যাংকের বোর্ড সভায় উপস্থাপন করা হয় এবং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের ভিত্তিতে ঋণ মঞ্জুর করা হয়। এখানে আবুল বারকাত দায়িত্বে কোনো অবহেলা করেননি বা কোনো নীতিমালা লঙ্ঘন করেননি।

তিনি আরও বলেন, একই বিষয়ে আগেও দুদক অনুসন্ধান চালিয়ে দুর্নীতির প্রমাণ না পাওয়ার ক্লিয়ারেন্স দিয়েছিল। এখন আবার একই বিষয়ে মামলা করা দ্বিচারিতার শামিল। তাই আবুল বারকাতের বিরুদ্ধে আনীত অভিযোগে কোনো ভিত্তি নেই এবং জামিন প্রাপ্তির উপযুক্ত তিনি।

এদিকে জামিনের বিরোধিতা করে দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে অধীনস্তদের দায়িত্ব ও কর্মকাণ্ডের দায় বারকাতকেই নিতে হবে। অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকায় মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকেও আসামি করা হয়েছে। সুতরাং জামিনের কোনো সুযোগ নেই।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন এবং মামলাটি রিমান্ড শুনানির জন্য সিএমএম আদালতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাতের অভিযোগে আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও ড. আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে এই ঋণ মঞ্জুর করেন এবং তা আত্মসাৎ করেন।

গত ১০ জুলাই রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন ১১ জুলাই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top