সোমবার, ৫ই জানুয়ারী ২০২৬, ২২শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬ ১০:২১

আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ১০:২৯

ছবি : সংগৃহীত

মার্কিন বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

শনিবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এক আদেশে জানিয়েছে, প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতে ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে।

আদালতের রায়ে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে রদ্রিগেজ ‘ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দায়িত্ব’ পালন করবেন। পাশাপাশি আদালত নির্ধারণ করবে, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্রের কার্যক্রম এবং সার্বভৌমত্ব রক্ষায় কোন আইনি কাঠামো প্রযোজ্য হবে।

ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানারকম চাপ প্রয়োগের মধ্যে গতকাল ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন সেনারা। স্ত্রীসহ মাদুরোকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং তাদেরকে ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মাদুরোকে আটক করার পর শনিবার জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠক ডাকেন ডেলসি রদ্রিগেজ। সেখানে মাদুরো আটক হওয়ার ঘটনায় আংশিকভাবে ইসরায়েলকে দায়ী করেন তিনি। রদ্রিগেজ বলেন, ‘বিশ্বের সরকারগুলো হতবাক’ ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্র এ ধরনের এক হামলার শিকার হয়েছে, যার মধ্যে নিঃসন্দেহে জায়নিস্ট ইঙ্গিত রয়েছে। এটি সত্যিই লজ্জাজনক।’

এদিকে হোয়াইট হাউসের সামাজিক মাধ্যমে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) ভবনের ভেতর দিয়ে মাদুরোকে হাঁটিয়ে নেওয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভেনেজুয়েলার জন্য ‘লেভেল–৪: ভ্রমণ করবেন না’ সতর্কতা জারি করেছে।

কে এই ডেলসি রদ্রিগেজ

ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক সরকারের এক প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরেই মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী। মাদুরো তাকে ‘টাইগার’ হিসেবে উল্লেখ করেছেন। রদ্রিগেজ ঘনিষ্ঠভাবে কাজ করেন তার ভাই হোর্হে রদ্রিগেজের সঙ্গে, যিনি বর্তমানে জাতীয় পরিষদের প্রেসিডেন্ট।

১৯৬৯ সালের ১৮ মে কারাকাসে জন্ম নেওয়া ডেলসি রদ্রিগেজ বামপন্থি গেরিলা সংগঠন ও বিপ্লবী দল লিগা সোশ্যালিস্তার প্রতিষ্ঠাতা জর্জে আন্তোনিও রদ্রিগেজের মেয়ে। পেশায় আইনজীবী রদ্রিগেজ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়েছেন।

২০১৩-২০১৪ সালে তিনি যোগাযোগ ও তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০১৪-২০১৭ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে তাকে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি’র প্রধান করা হয়, যা মাদুরোর নির্বাহী ক্ষমতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০১৮ সালে মাদুরো তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি অর্থ ও তেল খাতের দায়িত্বে রয়েছেন। বেসরকারি খাতের সঙ্গে সরকারের প্রধান যোগাযোগকারী হিসেবেও তিনি পরিচিত। ২০২৪ সালের আগস্টে তাকে তেল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top