পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
 প্রকাশিত: 
                                                ২২ এপ্রিল ২০২৫ ১৭:৫৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:২৮
                                                
 
                                        মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী জুন মাসে উদযাপিত হবে। জুনের কত তারিখে মুসল্লিরা পশু কোরবানির মাধ্যমে দিনটি পালন করবেন সেটি নিশ্চিত হওয়া যাবে জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। এদিন ওই অঞ্চলে জিলহজের অর্ধচন্দ্রের খোঁজ করা হবে।
এরমধ্যে এশিয়ার দেশ পাকিস্তান ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, প্রাথমিক গণনা অনুযায়ী পাকিস্তানে কোরবানির ঈদ হতে পারে ৭ জুন। তবে ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।
এদিকে জ্যোতির্বিদরা মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছেন। দেশটির আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। আর সে হিসেবে সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন শুক্রবার।
ঈদুল আজহা মুসলিমদের বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর জন্য তার পুত্রকে উৎস্বর্গ করতে চেয়েছিলেন। তার সেই নিষ্ঠার স্মৃতি স্মরণ ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ বিশ্বের সব মুসল্লি গরু, ছাগল, ভেড়া ও উট ছাড়া অন্যান্য হালাল পশু কোরবানি করে থাকেন। এরপর এগুলো আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অভাবী মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
সূত্র: এআরওয়াই নিউজ
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: