যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭১
 প্রকাশিত: 
                                                ১৫ এপ্রিল ২০২৫ ১৭:৫৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৪২
                                                
 
                                        গত বছরের শেষের দিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত চুক্তির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলের চালানো হামলায় লেবাননে অন্তত ৭১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইউএনএইচসিআর বলেছে, গত বছরের ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে চার মাসে অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই সংস্থার মুখপাত্র থামিন আল-খিতান জেনেভায় সাংবাদিকদের বলেছেন, ‘‘আমাদের প্রাথমিক পর্যালোচনা অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’’
তিনি বলেন, ‘‘নিহতদের মধ্যে ১৪ জন নারী ও ৯ শিশু রয়েছে।’’ অবিলম্বে এই সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধ ঘিরে এক বছরের বেশি সময় ধরে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সীমান্তে হামলা-পাল্টা হামলার পর গত নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝে ওই যুদ্ধবিরতি চুক্তি হয়।
সংঘাতের অবসানে উভয়পক্ষ রাজি হওয়ার কয়েক মাস পরও লেবাননের বাসিন্দারা বর্তমানে ভয়ের মাঝে বসবাস করছেন। ইসরায়েলের হামলায় দেশটিতে ৯২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন আল-খিতান।
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে আবাসিক ভবন, চিকিৎসা স্থাপনা, সড়ক ও একটি ক্যাফে-সহ বিভিন্ন ধরনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। আল-খিতান বলেন, এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো এপ্রিলের শুরুর দিকে বৈরুতের দক্ষিণের হামলা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেখানকার দুটি স্কুলের কাছে এই হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, চুক্তি কার্যকরের পর লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডেও হামলা করা হয়েছে। নভেম্বর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে কমপক্ষে ৫টি রকেট, দুটি মর্টারের গোলা ও একটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: এএফপি।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: