মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে আগুন, পুড়ে হাসপাতালে ভর্তি ১৪৫
 প্রকাশিত: 
                                                ২ এপ্রিল ২০২৫ ১২:৩১
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:৩৩
                                                
 
                                        মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও বিক্রয়কারী কোম্পানি পেট্রোনাসের একটি গ্যাস লাইনে ব্যাপক বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। এ বিস্ফোরণ-আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৪৫ জন মানুষ।
মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে রাজধানী কুয়ালালামপুরের সংলগ্ন উপশহর পুচংয়ে ঘটেছে এই ঘটনা। মালয়েশিয়ার সরকারি বার্তাসংস্থা বেরনামা এক প্রতিবেদনে উল্লেখ করেছে— বিস্ফোরণ ও আগুনে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৪৫ জন, তবে তাদের মধ্যে ৪১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা অবশ্য জানিয়েছেন, বিস্ফোরণে পাইপ লাইনের আশেপাশে অবস্থিত প্রায় ১৯০টি বাড়িঘর ধ্বংস হয়েছেন এবং মোট ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৩০৫ জন।
অবশ্য এখন পর্যন্ত কারো নিহতের সংবাদ পাওয়া যায়নি এবং মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের প্রায় সবার অবস্থা স্থিতিশীল।
মঙ্গলবার ভোরে যখন বিস্ফোরণ ঘটে, সে সময় পাইপলাইনের আশপাশের এলাকা রীতিমতো কেঁপে উঠেছিল। বিশালাকার অগ্নিশিখা উঠে গিয়েছিল অনেক ওপরে। অনেক দূর থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুচংয়ের বাসিন্দা ইভিয়ান উই (৫০) রয়টার্সকে জানান, মঙ্গলবার সকালে তার ঘুম ভেঙেছে বিস্ফোরণের শব্দে।
ইভিয়ান বলেন, “বিস্ফোরণের শব্দে ঘরের জানালার কাঁচ প্রথমে আমি ভেবেছিলাম টর্নেডো বা ভূমিকম্প শুরু হয়েছে। বাড়ির বাইরে বের হয়ে বেশ খানিকটা দূরে আগুন দেখলাম।”
“সেই আগুন ছিল রীতিমতো ভয়াবহ। অনেক উঁচুতে উঠেছিল আগুনের শিখা। পাইপলাইনের কাছাকাছি অবস্থিত বেশ কিছু বাড়িঘরেও আগুন ধরে গিয়েছিল।”
পেট্রোনাস কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের অল্পক্ষণের মধ্যেই সেই পাইপটিতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে এবং বর্তমানে পাইপলাইন মেরামতের পাশাপাশি পুচংয়ে বাসিন্দা ও সার্বিক পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কী কারণে বিস্ফোরণ ঘটল, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বলেন, “বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কী কারণে এ ঘটনা ঘটল, তা জানতে আরও সময় লাগবে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আমরা এখন জনগণ ও পরিবেশগত নিরাপত্তা রক্ষা ও মেরামতকে বেশি গুরুত্ব দিচ্ছি।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: