ইউক্রেনে রাতভর ৯৯ ড্রোন দিয়ে হামলা রাশিয়ার
 প্রকাশিত: 
                                                ২৪ মার্চ ২০২৫ ১৭:০০
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৩৩
                                                
 
                                        ইউক্রেনে রাতভর ৯৯টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী সোমবার জানিয়েছে, তারা রোববার রাতভর ৫৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
এর আগের দিনও রাতভর ১৪৭টি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। গত কয়েক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে নতুন করে এই সংঘাত শুরু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রোববার রাতে রাশিয়ার পাঠানো ৯৯টি ড্রোনের মধ্যে ৫৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং অপর ৩৬টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়নি। তবে বাকি ৬টি ড্রোনের কী হয়েছে, সে বিষয়টি নিশ্চিত করেনি তারা।
সেই সঙ্গে এই হামলায় ক্ষয়ক্ষতি এবং হতাহতেরও কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে শনিবার রাতভর কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করায় সবাই চিৎকার করতে শুরু করে এবং দৌড়াতে শুরু করেন।
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া শনিবার রাতভর ১৪৭টি ড্রোন হামলা চালিয়েছে। যার মধ্যে ৯৭টি প্রতিহত করা সম্ভব হয়েছে এবং ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে।
ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, কিয়েভের হোলোসিভস্কি জেলায় ধ্বংসস্তূপের মধ্যে থেকে এক শিশু ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে অগ্নিকাণ্ডের ফলে ডনিপ্রোভস্কি জেলায় এক নারী নিহত হন।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলায় কিয়েভে আরও আটজন আহত হয়েছেন।
জরুরি পরিষেবার প্রকাশিত ছবিতে দেখা গেছে, বহুতল ভবনের একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ পুড়ে গেছে, একটি কক্ষের ছাদ ছিদ্র হয়ে গেছে এবং পোড়া আসবাবপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।
কিয়েভের আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক জানিয়েছেন, রাজধানীর আশপাশের অঞ্চলেও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুজন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত সপ্তাহে রুশ বাহিনী ১,৫৮০টিরও বেশি নিয়ন্ত্রিত বোমা, প্রায় ১,১০০টি আক্রমণাত্মক ড্রোন এবং ১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তার ভাষায়, ‘আমাদের নতুন সমাধান দরকার। মস্কোর ওপর আরও চাপ প্রয়োগ করতে হবে যাতে তারা এসব হামলা এবং যুদ্ধ বন্ধ করে’।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: