সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
 প্রকাশিত: 
                                                ১৩ মার্চ ২০২৫ ১৮:৫১
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৪৬
                                                
 
                                        সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর এই হামলায় সেখানে একজন নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কের একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিরা নেতারা দামেস্কের ওই ভবনে বসবাস করছেন সন্দেহে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্কের একটি ভবনকে লক্ষ্যবস্তু বানিয়ে বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলায় সেখানে কমপক্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
এদিকে, দামেস্কে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, ইসরায়েলি বিমান বাহিনী দামেস্কে বিমান হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি এই মন্ত্রী বলেন, ‘‘ইসরায়েলের বিরুদ্ধে ইসলামি সন্ত্রাসবাদের কোনও ক্ষমা করা হবে না। আর এই সন্ত্রাসবাদ দামেস্ক অথবা অন্য কোথাও হোক না কেন। আমরা সিরিয়াকে ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি হতে দেব না।’’
গত নভেম্বরের শেষ দিকে সিরিয়ায় ক্ষমতা দখলের অভিযান শুরু করে সরকারবিরোধী সশস্ত্র ইসলামি গোষ্ঠী হায়াত তাহরির আল শামস (এইচটিএস)। সেই অভিযান শুরুর মাত্র ১২ দিনের মাথায় ৮ ডিসেম্বর পতন ঘটে বাশারের নেতৃত্বাধীন সরকারের এবং সপরিবারে দামেস্ক ছেড়ে রাশিয়া পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্টের পদে আছেন এইচটিএসের শীর্ষ নেতা আহমেদ আল শারা। সিরিয়ায় ক্ষমতায় আসা নতুন গোষ্ঠীর বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে ইসরায়েল। ইতোমধ্যে দেশটির বিভিন্ন প্রান্তে ইরান-সমর্থিত ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: