শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনছে টেকনো


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ১৩:৫৩

আপডেট:
৩০ আগস্ট ২০২৫ ২০:২২

ছবি সংগৃহীত

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনছে টেকনো। যার মডেল টেকনো পভা স্লিম ৫জি। সম্প্রতি চীনের বাজারে এই ফোনের টেস্টিং শুরু হয়েছে। এখন আন্তর্জাতিক বাজারে ফোনটি উন্মোচনের অপেক্ষায় আছে।

টেকনো দাবি করছে পভা স্লিম ৫ জি বিশ্বের সবচেয়ে পাতলা ফোন। এতে রয়েছে অত্যাধুনিক থ্রিডি কার্ভড ডিসপ্লে। ইতিমধ্যেই বিভিন্ন ওয়েবসাইটে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়েছে, যেখানে একাধিক বিশেষ ফিচার টিজ করা হয়েছে।

ইউনিক ক্যামেরা মডিউল ও ডিজাইন

লিস্টিং থেকে জানা গিয়েছে, টেকনো পভা স্লিম ৫জি বিক্রির জন্য কোম্পানি প্রস্তুত।

টিজার ইমেজে দেখা গিয়েছে, ফোনটির ক্যামেরা মডিউল একেবারেই ইউনিক স্টাইলে তৈরি। এটি পিল-শেপড ডিজাইনের, যা হরাইজন্টাল অবস্থানে বসানো হয়েছে। ক্যামেরার দুই প্রান্তে লেন্স রয়েছে এবং মাঝখানে রাখা হয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। আরও আকর্ষণীয় বিষয় হল এর ডায়নামিক মুড লাইট ডিজাইন, যেখানে ক্যামেরার চারপাশে এলইডি লাইট যুক্ত থাকবে। এই বিশেষ ফিচার ফোনটিকে অন্যান্য স্মার্টফোনের ভিড় থেকে আলাদা করে তুলবে।

এআই প্রযুক্তি ও বিশেষ ফিচার

টেকনো তাদের এই ফোনে এআই প্রযুক্তির ব্যবহারকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছে। ফোনটিতে থাকবে এলা এআই অ্যাসিস্ট্যান্ট, যা একাধিক ভাষায় সাপোর্ট করবে। এছাড়াও মিলবে এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট, যা ব্যবহারকারীদের লেখালিখির ক্ষেত্রে সাহায্য করবে। আরেকটি বিশেষ ফিচার হলো কার্সেল টু সার্চ, যা সার্চ অভিজ্ঞতাকে আরও দ্রুত এবং সহজ করবে। ফোনটি এমনকি নো নেটওয়ার্ক কমিউনিকেশন ফিচার সমর্থন করবে, যার মাধ্যমে সেলুলার নেটওয়ার্ক ছাড়াই কল করা সম্ভব হবে।

সম্ভাব্য স্পেসিফিকেশন

আগের রিপোর্ট এবং গিকবেঞ্চ লিস্টিং থেকে জানা গিয়েছে, টেকনো পভা-এর এই ৫জি ফোনে থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৪০০ প্রসেসর এবং এআরএম মালি জি৫৭ জিপিইউ।

ফোনটি হালনাগাদ অ্যানড্রয়েড ১৫ ওএসে চলবে এবং ৮ জিবি ব়্যাম আসতে পারে। ডিসপ্লের রেজোলিউশন হবে ১০৮০ x ২৪০০ পিক্সেল, যা ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে করবে আরও তীক্ষ্ণ। এছাড়া থাকবে এনএফসি কানেক্টিভিটি এবং শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে।

সব মিলিয়ে, টেকনো টেকনো পভা স্লিম ৫জি শুধু বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবেই নয়, বরং উন্নত এআই ফিচার, ইউনিক ক্যামেরা মডিউল এবং শক্তিশালী ব্যাটারির কারণে স্মার্টফোন মার্কেটে বিশেষ আগ্রহ তৈরি করেছে। আগামী ৪ সেপ্টেম্বরের লঞ্চের পর এটি ভারতের টেকপ্রেমীদের মধ্যে যে আলোড়ন তুলবে, তা বলাই যায়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top