বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno

ব্যবহারকারীদের তথ্য অপব্যবহার

গুগলকে ৩১৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ,জুরি বোর্ড


প্রকাশিত:
২ জুলাই ২০২৫ ১৮:০১

আপডেট:
২ জুলাই ২০২৫ ১৮:০২

ছবি সংগৃহীত

গ্রাহকদের অজান্তে মোবাইল ফোনের তথ্য সংগ্রহ ও ব্যবহার করায় ক্যালিফোর্নিয়ার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৩১৪ দশমিক ৬ মিলিয়ন ডলার বা ৩১ কোটি ৪৬ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি জুরি বোর্ড।

মঙ্গলবার (১ জুলাই) এই রায় দেওয়া হয়।

এ রায়ে বলা হয়, গুগল গ্রাহকদের অনুমতি ছাড়াই তাদের মোবাইল ডিভাইসের তথ্য আদান-প্রদান করছিল, এমনকি ফোনটি নিষ্ক্রিয় থাকার সময়ও। এই কাজ ব্যবহারকারীদের জন্য ‘অনিবার্য বোঝা’ তৈরি করেছিল বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার বাদীপক্ষের একজন আইনজীবী জানান, এই ক্ষতিপূরণ পাবেন ক্যালিফোর্নিয়ার প্রায় ১ কোটি ৪০ লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী।

২০১৯ সালে করা এই মামলা ছিল ক্লাস অ্যাকশন মামলা। মামলায় অভিযোগ করা হয়, নিজের সুবিধার্থে যেমন: টার্গেটেড বিজ্ঞাপন দেখাতে ও নানা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারকারীদের ফোন নিষ্ক্রিয় অবস্থায়ও তথ্য সংগ্রহ করত গুগল। এতে গ্রাহকদের অজান্তে তাদের মোবাইল ডেটা খরচ হয়েছে।

তবে এক বিবৃতিতে গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, কোম্পানিটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, ‘এই রায় অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তা, কার্যকারিতা ও নির্ভরযোগ্যতার জন্য অপরিহার্য সেবাগুলোর ভুল ব্যাখ্যা করে।

গুগল আদালতে দাবি করে, এই তথ্য আদান-প্রদান ব্যবহারকারীদের কোনো ক্ষতি করেনি এবং কোম্পানির সেবা ব্যবহারের শর্তাবলি ও গোপনীয়তা নীতিমালায় এসবের জন্য সম্মতি দিয়েছেন ব্যবহারকারীরা।

এদিকে ক্যালিফোর্নিয়ার বাইরে যুক্তরাষ্ট্রের অন্য ৪৯ রাজ্যের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পক্ষে একই ধরনের অভিযোগে পৃথক মামলা ফেডারেল আদালতে করা হয়েছে। সান হোসের সেই মামলার শুনানি শুরু হওয়ার কথা ২০২৬ সালের এপ্রিলে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top