মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


ফিফা বিশ্বকাপের ভেন্যুতে নিহত ৩


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৫ ১০:১২

আপডেট:
৩০ ডিসেম্বর ২০২৫ ১২:৪০

ছবি-সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হতে আরও কয়েকমাস বাকি। এর আগেই মেক্সিকোর একটি বিশ্বকাপ ভেন্যুর কাছাকাছি এলাকায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই সশস্ত্র হামলায় এক ব্যবসায়ী ও তার ১৬ বছর বয়সী কন্যাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে গুরুত্বর আহত হয়েছেন আরও চারজন।

গতকাল সোমবার ঘটনাটি ঘটেছে গুয়াদালাহারা-জাপপোপানের এস্তাদিও আকরনের মাত্র কয়েক কিলোমিটার দূরে। এই স্টেডিয়ামেই ২০২৬ ফিফা বিশ্বকাপের চারটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। বিশ্বকাপ ভেন্যুর এত কাছাকাছি এমন সহিংস ঘটনায় টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জালিস্কো রাজ্য সরকার ও স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিহতের মধ্যে ওই ব্যবসায়ী, তার মেয়ে এবং একজন দেহরক্ষী ছিলেন। আর আহত চারজনই দেহরক্ষী বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, কমপক্ষে ১০ জন সশস্ত্র ব্যক্তি চলাচলরত একটি কমলা রঙের ল্যাম্বরগিনি থেকে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। উচ্চক্ষতাসম্পন্ন অস্ত্র দিয়ে দীর্ঘ সময় ধরে গুলি চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রায় ১০ মিনিটেরও বেশি সময় ধরে গোলাগুলি চলে এবং ঘটনাস্থল থেকে ২০০টির বেশি গুলির খোসা উদ্ধার করা হয়।

আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওই ব্যবসায়ীর ১৬ বছর বয়সী কন্যার মৃত্যু হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

হামলার পরপরই এলাকায় ব্যাপক নিরাপত্তা অভিযান চালানো হয়। রাজ্য পুলিশ, ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এটা পরিকল্পিত হামলা বলে ধারণা করা হচ্ছে। এর পেছনে সংগঠিত অপরাধচক্র জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top