মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


রোনালদোর বিয়ের প্রস্তাবে যা বললেন জর্জিনা


প্রকাশিত:
১২ আগস্ট ২০২৫ ১২:২২

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১৫:০৫

ছবি সংগৃহীত

আগেও কয়েকবার ইঙ্গিত দিয়েছিলেন। গত বছর দুবাইয়ে গ্লোব সকারের পুরস্কার নিতে গিয়ে জর্জিনা রদ্রিগেজকে ‘স্ত্রী’ বলে সম্মোধন করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরও আগে ইউটিউব চ্যানেলে জর্জিনাকে ‘ওয়াইফ’ বলে পরিচয় করান সিআরসেভেন। এবার বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন।

মাদ্রিদের একটি দোকানে দুজনের দেখা। ২০১৬ সালের পর রোনালদো-জর্জিনা একত্রে আছেন। গত আট বছরে পেশাগত কারণে রোনালদো যেখানে গেছেন, জর্জিনাও সঙ্গী হয়েছেন। স্পেন হয়ে ইতালি, সেখান থেকে ইংল্যান্ড হয়ে মধ্যপ্রাচ্য। তবে এ সময়ে বিয়েটা হয়নি দুজনের। সেই নিয়েও কত আলোচনা। তবে এবার সব থামছে।

প্রেমিকা জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। জর্জিনা সোমবার নিজেই ইনস্টাগ্রামে বাগদত্তা হওয়ার খবরটি জানান। আঙুলে হীরার আংটি পরা একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন রোনালদোর বিয়ের প্রস্তাবের সম্মতিমূলক বার্তা। যার আক্ষরিক অর্থ, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সব জীবনে।’

এই যুগল আবার রোনালদোর জ্যেষ্ঠ পুত্র ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের (২০১০ সালে জন্ম) অভিভাবকও। রদ্রিগেজের পোস্টটি আবার রিয়াদ, সৌদি আরবে ট্যাগ করা ছিল। বর্তমানে পরিবারসহ সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করছেন রোনালদো। ২০২২ সালের ডিসেম্বরে আল-নাসেরে যোগ দেন। বছরে প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড (২৩৮ মিলিয়ন মার্কিন ডলার) আয় করছেন।

চলতি বছরের জুনে ৪০ বছর বয়সি মহাতারকা জানান, নাসেরের সঙ্গে চুক্তি ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও এর আগে তার অবসরের জল্পনা ছড়িয়েছিল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top