রবিবার, ১০ই আগস্ট ২০২৫, ২৬শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


৮৩ ধাপ এগিয়ে থাকা দ. কোরিয়ার বিপক্ষে এগিয়ে গেল বাংলাদেশ


প্রকাশিত:
১০ আগস্ট ২০২৫ ১৫:৫০

আপডেট:
১০ আগস্ট ২০২৫ ১৮:৩৭

ছবি সংগৃহীত

বাংলাদেশের সামনে আজ সমীকরণটা বেশ সহজ। একটা ড্র হলেই কোনো হিসেব ছাড়াই দলটা চলে যাবে এএফসি অ-২০ এশিয়ান চ্যাম্পিয়নশিপের মূলপর্বে। সেই সমীকরণের সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষ ছিল বেশ কঠিন, ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়া। সেই দলের বিপক্ষে শুরুতেই গোল পেয়ে গেল বাংলাদেশ। এগিয়ে গেল ১-০ গোলে।

বাংলাদেশ গোল পেয়েছে ম্যাচের ১৫ মিনিটে। দলকে আনন্দের উপলক্ষ্যটা এনে দেন তৃষ্ণা। শান্তি মারদির বাড়ানো বল বক্সের বাইরে পেয়ে প্রতিপক্ষ বিপদসীমায় ঢোকেন মোসাম্মৎ সাগরিকা।

তার শট দক্ষিণ কোরিয়া গোলরক্ষক ঠেকিয়ে দেন। তবে ফিরতি সুযোগটা পেয়ে যান তৃষ্ণা। অপ্রস্তুত গোলরক্ষককে ফাঁকি দিতে তার কোনো সমস্যাই হয়নি। বলটা তিনি জড়িয়ে দেন জালে।

এই গোলের ফলে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা আরও বাড়ল বৈকি। বাংলাদেশ এখন গ্রুপের শীর্ষেই আছে। তবে আজ দক্ষিণ কোরিয়াকে রুখে দিতে পারলেই বাংলাদেশ চলে যাবে প্রতিযোগিতার মূলপর্বে। বাংলাদেশ সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

ড্র করলেও অবস্থানটা বদলাবে না। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, একাধিক দলের সমান পয়েন্ট হলে হেড টু হেড বিবেচনায় আসবে। আজ ড্র হলে হেড টু হেড একই থাকছে। এরপর গ্রুপের মধ্যে গোল ব্যবধান। সেটাও সমান। তখন বাইলজের ৭.২.২.৬ ধারা অনুযায়ী বেশি গোলের হিসাব হবে। বাংলাদেশ দুই ম্যাচে করেছে ১১ গোল, কোরিয়া ১০। এই হিসাবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

সেরা রানার্সআপ দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়বে বাংলাদেশ। কারণ, আট গ্রুপের মধ্যে ডি-গ্রুপসেরা রানার্সআপের দৌড় থেকে ইতোমধ্যে ছিটকে গেছে। কারণ, এই গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দলের পয়েন্ট মাত্র চার। ভারত ও মিয়ানমারের মধ্যে শেষ ম্যাচ। ফলে এই গ্রুপের রানার্সআপ দলের ছয় পয়েন্ট হওয়ার সুযোগ নেই।

যেখানে ইতোমধ্যে ছয় পয়েন্ট রয়েছে পাঁচ দলের। ফলে ডি-গ্রুপ বাদ দিয়ে অন্য সাত গ্রুপের মধ্যে সেরা তিন রানার্সআপ হওয়ার লড়াই চলবে। বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী ছয় পয়েন্ট নিয়ে রানার্সআপ পজিশনে রয়েছে চাইনিজ তাইপে (সি-গ্রুপ +৩), লেবানন (ই-গ্রুপ +২), ইরান (এফ-গ্রুপ +৫), জর্ডান (জি-গ্রুপ +১১), দক্ষিণ কোরিয়া (এইচ-গ্রুপ +১০)। গোল ব্যবধানে কোরিয়া ও জর্ডান খানিকটা সুবিধাজনক অবস্থানে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top