হোয়াইটওয়াশের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫ ১৭:৪৮
আপডেট:
২৬ জুলাই ২০২৫ ০৭:১২

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আজ লক্ষ্য ম্যান ইন গ্রিনদের ধবলধোলাই করা। সে লক্ষ্যেই আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে লাল-সবুজের দল। পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিকদের অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশের একাদশে আজও এসেছে পরিবর্তন। প্রথম দুই ম্যাচ খেলা পারভেজ ইমন আজ থাকছেন না। এপ্নিংয়ে থাকছেন নাইম শেখ আর তানজিদ তামিম। এছাড়া একাদশে আছেন মেহেদী হাসান মিরাজ, মোহামদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
সিরিজের প্রথম দুই ম্যাচ হারার পর আজ পাকিস্তান মাঠে নামছে একদশে একাধিক পরিবর্তন নিয়ে। ওপেনিংয়ে সাইম আইইয়ুবের সঙ্গে থাকছেন সাহিব্জাদা ফারহান। এছাড়া দলে খুশদিল শাহের বদলে থাকছেন হোসেইন তালাত।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, হোসেইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়াল।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: