শনিবার, ১০ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


নেইমারকে নিয়ে আল-হিলাল কোচের দুঃসংবাদ


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৩ ২২:৩২

আপডেট:
১০ মে ২০২৫ ০৩:৩৩

 ফাইল ছবি

শুরুতেই বাধার মুখে পড়লো নেইমার জুনিয়রের সৌদি আরব অধ্যায়। রাজকীয়ভাবে শুরু হলেও মাঠে নামা হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান এই তারকাকে বরণের দিনে আল-হিলালও পায়নি জয়ের দেখা।

আল-ফায়হার বিপক্ষে তাদের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে। তবে এসব ছাপিয়ে শুধুমাত্র নেইমারকে নিয়েই বড় দুঃসংবাদ দিলেন আল-হিলালের পর্তুগিজ কোচ জর্জ জেসুস।

নেইমারের নতুন কোচ জানিয়েছেন, এখনই মাঠে নামার জন্য ফিট নন তিনি। ব্রাজিলিয়ান এই তারকা নাকি চোট নিয়েই হাজির হয়েছেন সৌদি আরবে। আপাতত তাকে রাখা হবে রিহ্যাবে। এমনকি সৌদি অভিষেক তো বটেই, বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের জার্সিতেও তাকে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জেসুস।

প্রেস কনফারেন্সে এসে পর্তুগিজ এই কোচ জানিয়েছেন, এখনই ম্যাচ খেলার জন্য ফিট নন ব্রাজিলিয়ান এই তারকা, ‘নেইমার চোট নিয়েই এসেছে। মাংসপেশীতে খানিক সমস্যা আছে তার। আমি জানিনা ঠিক কবে নাগাদ সে ফিরবে আর খেলার জন্য প্রস্তুত হবে কিংবা স্বাভাবিক ট্রেনিং করবে। তার ব্রাজিল জাতীয় দলেও যোগ দেওয়া বা তাদের সাথে ভ্রমণ করা উচিৎ না। সে এখন রিহ্যাবে আছে।’

অবশ্য নেইমার কদিন আগেই তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন। সেখানে তার স্বভাবসুলভ খেলাও দেখা গিয়েছে। এরপরেই দুই সপ্তাহের নাটকীয়তা শেষে যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল-হিলালে।

তবে প্রীতি ম্যাচে খেললেও লম্বা সময় ধরেই সব রকমের প্রতিযোগিতামূলক ফুটবল থেকে দূরে আছেন নেইমার। কাতার বিশ্বকাপের পরেই ব্রাজিলের হলুদ জার্সিতে আর দেখা যায়নি তাকে। আর ফেব্রুয়ারির পর থেকে ক্লাবের ফুটবল থেকেও দূরে আছেন তিনি।

আল-হিলালের মেডিক্যাল বোর্ডের ধারণা সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পরেই মাঠে দেখা যাবে নেইমারকে। এর আগে তার সেরে ওঠার সম্ভাবনা কম। সেক্ষেত্রে আগামী ১৫ সেপ্টেম্বর আল-রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে দেখা যেতে পারে নেইমারকে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top