বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১১ই পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


আগামী দুদিন যেসব কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন তারেক রহমান


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৫ ১২:২৮

আপডেট:
২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৮

ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখলেন তিনি। আজ ও আগামী দুদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটাবেন বলে জানা গেছে।

আজ বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে দেশবাসীর প্রতি কৃতজ্ঞ জানাবেন। এরপর সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ জানান, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য ৩০০ ফিটের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। তারেক রহমানের সংবর্ধনায় তিনি ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না।

সালাহউদ্দিন জানান, আগামীকাল শুক্রবার বাদ জুমা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেনএরপর সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেনআগামী শনিবার তিনি ভোটার হওয়ার জন্য নিবন্ধন করবেনএরপর শেরেবাংলা নগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাইযোদ্ধাদের দেখতে যাবেনএকই দিন তিনি শহিদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top